জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দিনাজপুরের হাকিমপুরে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে তিনি মারা যান।
তিনি হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের জাতীয় পাটির নেতা ছিলেন বলে জানা গেছে। পরে স্বাস্থবিধি অনুযায়ী তার দাফন কার্য সমাধা করা হয়।
পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দিয়েছেন। নমুনার রেজাল্ট এখনো হাতে পাইনি পরিবার।
এ বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু সাইদ জানান, জসিম উদ্দিন গত ১৫ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন। তিনি বুধবার সকালে মারা গেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন