গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দু’জন পুরুষ ও একজন মহিলার মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার তপন সরকারের স্ত্রী চিনু রানী(৫০), কুমিল্লার নাঙ্গলকোটের সালেহ উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম(৫৫), নোয়াখালী সদরের আজিজুল্লাহর ছেলে তাহের আহমেদ(২৯)।
বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এতথ্য জানান। তিনি জানান, এইহাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩০ জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৩ জন। এদের মাঝে ৫৩ জন করোনা পজিটিভ এবং ৫০ জন করোনা উপসর্গ।
বিডি প্রতিদিন/এ মজুমদার