দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এনিয়ে করোনায় দিনাজপুরে এ পর্যন্ত ২৫ জন মারা গেলেন।
বুধবার হাসপাতালে মারা যাওয়ার পর বিকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুরের স্বেচ্ছাসেবীরা দাফন কার্য সমাধা করেছে। মৃত মোফাজ্জল হোসেন (৪৭) দিনাজপুরের চিরিরবন্দরের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের কেরু মোহাম্মদের ছেলে।
এ ব্যাপারে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেল অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে মোফাজ্জল হোসেনকে গত ১৮ জুলাই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে ভর্তি করা হয়। এরপর ওইদিনই তার নমুনা নিয়ে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।
পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২ জুলাই দুপুরে মারা যায় সে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে বুধবার বিকালে তার গ্রামের বাড়ীর এলাকায় জানাযা শেষ করে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করেন। জানাযায় তার এক ভাই ছাড়া কোন আত্মীয় স্বজন অংশ নেননি।
বিডি প্রতিদিন/আল আমীন