চীনের হুবেই প্রদেশের উইঘুরের পর স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াং প্রদেশে করোনাভাইরাসের রোগী তুলনামূলকভাবে বেশি শনাক্ত হচ্ছে।
বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য কমিশনের দেয়া রিপোর্টে দেখা যায়, নতুন ২২ জন রোগীর মধ্যে ১৯ দেশের ভেতরে সংক্রমিত হয়েছেন। ওই ১৯ জনের মধ্যে ১৮ জনই উইঘুর মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের। রিপোর্টে বলা হয়েছে বাকি একজন লিয়াওনিং প্রদেশের। তবে নতুন করে করোনায় চীনে কারও মৃত্যু হয়নি।
চীনা সংবাদ মাধ্যম ডেইলি গ্লোবাল টাইমসের মতে, ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত জিনজিয়াংয়ে কোন করোনা রোগী পাওয়া না গেলেও এরপর পাঁচজন কোভিড-১৯ আক্রান্তের সন্ধান পাওয়া যায়।
গত সাত দিনে কঠোর বিধিনিষেধ আরোপকৃত প্রদেশটির রাজধানী উরুমকিতে অর্ধশতাধিক করোনা রোগীর খোঁজ মিলে। ৩৫ লাখ বাসিন্দার এই শহরে কর্তৃপক্ষ এখন করোনা টেস্ট শুরু করেছে। সেখানে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
উরুমকির চিকিৎসা বিশেষজ্ঞ ঝাং ইউয়েসিন জানান, করোনার উৎপত্তি স্থল উহানের মতোই এখানেও কমিউনিটি ট্রান্সমিশন রুখতে ব্যাপক আকারে পরীক্ষা চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা