দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। এছাড়াও একই সময়ে আরো ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ১৬ হাজার ১১০ জনে। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।
এদিকে, মৃত ৫০ জনের বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ৪ জন মৃত্যুবরণ করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন