করোনা (কোভিড ১৯) ভাইরাস শনাক্তে চাঁপাইনবাবগঞ্জে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের আয়োজনে নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় মানববন্ধনে এ দাবি জানান। এসময় ল্যাব স্থাপনের জন্য আবেদন জানিয়ে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদৌলা, সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক প্রমুখ।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনা রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুথে নমুনা সংগ্রহ করে রাজশাহী ও সাভারের প্রাণিসম্পদ বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। আর এর ফলাফল আসতে এক সপ্তাহের বেশি সময় লেগে যাচ্ছে। এতে আক্রান্ত ব্যক্তির দ্বারা অন্যদের মাঝে করোনাভাইরাস ছড়াতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল