চাঁদপুরে আরও ৫১ জনের করোনা পজিটিভ হয়েছে। নতুন ৫১ জনসহ আক্রান্তের সংখা ১৫৭০ জন। মোট মৃত্যু হয়েছে ৭১জন। বৃহস্পতিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দু’দফায় ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৯৭টি। তন্মধ্যে পজিটিভ ৫১টি এবং নেগেটিভ ৪৬টি।
আক্রান্ত ৫১ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯জন, ফরিদগঞ্জে ২জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ৪জন, মতলব উত্তরে ২০জন, মতলব দক্ষিণে ২জন ও হাইমচরে ২জন। নেগেটিভ ৪৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ৯, ফরিদগঞ্জে ৫, হাজীগঞ্জে ২, শাহরাস্তিতে ১১, মতলব উত্তরে ১১, মতলব দক্ষিণে ৬ ও হাইমচরে ২ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৭০জন।
এর মধ্যে চাঁদপুর সদরে ৫৯৩, ফরিদগঞ্জে ১৭৭, হাজীগঞ্জে ১৫৩, কচুয়ায় ৬৯, শাহরাস্তিতে ১৬১জন, মতলব উত্তরে ১৩০, মতলব দক্ষিণে ১৭১ ও হাইমচরে ১১৬ জন।
এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে ৭১জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তিতে ৬, কচুয়া ৬, মতলব উত্তরে ৯, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার