করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে ভিয়েতনামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। হোয়াই আন শহরে ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।
করোনা মোকাবিলায় বিশ্বের যে কয়েকটি দেশকে সফল বলে মনে করা হয়েছিল তার মধ্যে ভিয়েতনাম অন্যতম। তিন মাসেরও বেশি সময় ধরে দেশটিতে করোনার কোনো নতুন সংক্রমণ ছিল না। তবে চলতি সপ্তাহের শুরুতে দা নাং এলাকার একটি অবকাশযাপন কেন্দ্রের কাছে স্থানীয়ভাবে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভিয়েতনামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫৮ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ