আসছে ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
গত মঙ্গলবার ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয়।
আর বিতর্কে অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস। ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস।
সেখান থেকে ফিরেই করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন হিকস। এরপর পরীক্ষায় করোনা পজিটিভ হন ট্রাম্প ও তার স্ত্রী।
তবে কি প্রতিদ্ব্ন্দ্বী প্রার্থী জো বাইডেনও করোনা ঝুঁকিতে আছেন? কেননা, মঙ্গলবার একই মঞ্চে মুখোমুখি বিতর্কে অংশ নেন ট্রাম্প ও বাইডেন।
কিন্তু তেমন সম্ভাবনা খুব কম। কারণ, একই মঞ্চে বিতর্ক হলেও সামাজিক দূরত্ব মেনেই তাদের বক্তৃতার ডায়াস স্থাপন করা হয়েছিল। সেই সঙ্গে সঞ্চালকও ছিলেন সামাজিক দূরত্ব মেনেই।
বিডি প্রতিদিন/কালাম