দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী দুইজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬২৩ জন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ১৫ জনের মধ্যে চার বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বিভাগগুলো হলো- রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বিডি প্রতিদিন/আরাফাত