জার্মানিতে একদিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনের হিসেবে সর্বোচ্চ। খবর সিনহুয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটি আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৮ হাজার ৫৫৭ জন।
এর আগে, গত বুধবার দেশটিতে ৬ হাজার ৬৩৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জার্মানির সংক্রমণ রোগ বিষয়ের গবেষণা কেন্দ্র রবার্ট কক ইনস্টিটিউট।
এদিকে, নতুন সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আক্রান্তের সংখ্যার অনুপাতে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখসহ বেশ কয়েকটি বড় বড় শহরে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল রেস্টুরেন্ট, বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ঘরোয়াভাবে ১০ জন এবং বাইরে ২৫ জনের বেশি একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্টোমিটারের তথ্য অনুযাযী, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ১০ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৬০০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৩২ জন।
বিডি প্রতিদিন/এমআই