ভারতের হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন করোনা হাসপাতাল থেকে এক করোনা রোগী উধাও হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।
কিন্তু শুক্রবার সকালে সেই ‘উধাও’ হয়ে যাওয়া রোগীর দেহ উদ্ধার হলো হাসপাতালের কাছেই একটি পুকুর থেকে। খবর জিনিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার উলুবেড়িয়ার জোয়ারগড়ির এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
বুধবার রাতে হাসপাতাল থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। বিষয়টি প্রকাশের পর উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
কিন্তু শুক্রবার বেলা ১১টার দিকে উলুবেড়িয়ার বৈকন্ঠপুরে একটি পুকুরে ওই রোগীর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এমআই