যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, মহামারির কারণে আমেরিকান জনগণকে তাদের ঐতিহ্যবাহী 'থাঙ্কস গিভিং' পালন, পুনঃবিবেচনা করতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন, এ বছর বর্ধিত পরিবারের সঙ্গে এই ঐতিহ্যবাহী ছুটির উৎসব পালন সর্বোত্তম সিদ্বান্ত নাও হতে পারে।
বুধবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ড. ফাউচি বলেন, যদি আত্মীয়স্বজনকে দূর-দূরান্ত থেকে আসতে হয়, তবে তারা প্রথমে এয়ারপোর্টে জনগণের মুখোমুখি হবেন, তারপর বিমানে, আবার এয়ারপোর্টে নেমে, তারপর ঘরে এসে বলবেন "হ্যাপি থ্যাংক্সগিভিং"!! এমতাবস্থায় আপনাকে সাবধান হতে হবে বৈকি!
নিজের উদাহরণ দিয়ে তিনি জানান, তার নিজের সন্তানদের তিনটি বিভিন্ন রাজ্য থেকে তিনি ঝুঁকি না নিতে এবং আসতে বারণ করে দিয়েছেন।
উল্লেখ্য, প্রতি বছরের নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবারে আমেরিকায় এবং অক্টোবারের দ্বিতীয় সোমবারে কানাডায় এই দিনটি পালন করা হয়। থ্যাংকস গিভিং ডে-কে অনেকে আবার দ্য টার্কি ডেও বলে থাকে। ঐতিহাসিকভাবে থ্যাংকস গিভিং ডে ধর্মীয় ও সাংস্কৃতিক একটা অনুষ্ঠান।
থ্যাংকস গিভিং ডে'র মূল উদ্দেশ্য হলো- পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধবসহ সবাই একত্রিত হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্য দেশ ও জাতির সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো। খাবারের তালিকায় থাকে টার্কি রোস্ট, ক্র্যানবেরি সস, মিষ্টি আলুর ক্যান্ডি, স্টাফিং, ম্যাশড পটেটো এবং ঐতিহ্যবাহী পামকিন পাই। টার্কি ময়ূরের মতো বড় সাইজের বনমোরগ।
সূত্র: সিএনবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ