শিরোনাম
২৭ অক্টোবর, ২০২০ ১০:১১

শীতের আগেই সিলেটে বাড়ছে করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শীতের আগেই সিলেটে বাড়ছে করোনাভাইরাস

প্রতীকী ছবি

শীত মৌসুম শুরুর আগে ভাগেই সিলেটে বাড়ছে করোনা রোগী। সোমবার একদিনে সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত রবিবারও সিলেটে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। যা সাম্প্রতিক সময়ের মধ্যে বেশি দেখা যাচ্ছে।    
 
জানা গেছে, সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে  ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১৬, সুনামগঞ্জের ১৫ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবার নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে সিলেট জেলারই রয়েছেন ১১ জন। এছাড়া হবিগঞ্জের ১, সুনামগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর