সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট নগরীর বাসিন্দা। এছাড়াও মৌলভীবাজার জেলার চারজন, হবিগঞ্জ জেলার দুই একজন ও সুনামগঞ্জ জেলার একজন বাসিন্দা রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত