২৪ নভেম্বর, ২০২০ ১৮:১৯

হোমনায় নমুনা জমা দেয়ার পরের দিন করোনায় মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

হোমনায় নমুনা জমা দেয়ার পরের দিন করোনায় মৃত্যু

কুমিল্লার হোমনায় নমুনা জমা দেয়ার পরের দিন একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাঙা গ্রামের শহিদ উল্লাহর ছেলে মো. মহিউদ্দিন (৫০)। মৃত্যুর পরের দিন সোমবার বিকালে তার রিপোর্ট পজেটিভ আসে। 

পারিবারিক সূত্র জানায়,গত ১৯ নভেম্বর জ্বর, ঠাণ্ডা, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে নমুনা জমা দেন। পরের দিন ২০ নভেম্বর তার মৃত্যু হয়। পারিবারিক ভাবে জানাজা শেষে ওইদিন স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, ১৯ নভেম্বর করোনার উপসর্গ নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়েছিলেন। পরের দিন মারা যান। সোমবার ২৩ নভেম্বর তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ওইদিন তাকেসহ চার জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, অন্যদের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। উপজেলায় এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে, আক্রান্ত ২৫৮ জন, সুস্থ ২৪৯ জন। আইসোলেশনে আছেন ছয়জন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর