২৫ নভেম্বর, ২০২০ ১০:৫০

করোনায় ফের একদিনে রেকর্ড মৃত্যু, নতুন সংক্রমণ সাড়ে পাঁচ লাখ

অনলাইন ডেস্ক

করোনায় ফের একদিনে রেকর্ড মৃত্যু, নতুন সংক্রমণ সাড়ে পাঁচ লাখ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে রেকর্ড ১১ হাজার সাত’শ মানুষের মৃত্যু দেখল বিশ্ব। এসময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের মতো। ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি। মোট মৃত্যু ১৪ লাখ ১৪ হাজার ছুঁইছুঁই।

মঙ্গলবারও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মে মাসের পর প্রথম ২১শ’র বেশি মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৬৬ হাজারের মতো। এপ্রিলের পর প্রথম সাড়ে ছয়শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ইতালি। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৫১ হাজার।

সাড়ে ছয়’শ মৃত্যুর ফলে ব্রাজিলেও প্রাণহানি এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এদিন ছয়’শ করে মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য-ফ্রান্স। পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে পোল্যান্ড, স্পেন আর রাশিয়ায়। প্রায় পাঁচ’শ মৃত্যুতে, ভারতেও প্রাণহানি এক লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই। এ পর্যায়ে দিনে পাঁচ’শ মতো মৃত্যু দেখছে ইরানও।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর