২৭ নভেম্বর, ২০২০ ০০:০৯

সিলেটে বাড়ছে করোনার প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বাড়ছে করোনার প্রকোপ

প্রতীকী ছবি

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই সিলেটে বাড়ছে করোনাভাইরাস। গেল দুই দিনের করোনার পরিসংখ্যান দেখলে যা সহজেই অনুমেয়। বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ল্যাবে ৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে এ ভাইরাস।   

জানা গেছে, বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। একই দিনে শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।        

এর আগের দিন ওসমানীর ল্যাবে ১২ জন ও শাবির ল্যাবে ২২ জনের শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস।

এদিকে আজ বৃহস্পতিবার শাবির ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় একদিনেই ৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। যা গেল দুই দিনের মধ্যে সিলেটের ওসমানী ও শাবির ল্যাবে শনাক্তের মধ্যে বেশি।   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ২১, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর