করোনার ভ্যাকসিন নিলে রেস্তোরাঁয় ২০ শতাংশ ছাড় পাবেন ভোক্তারা। এমন অফার দিচ্ছে দুবাইয়ের কয়েকটি রেস্তোরাঁ। করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে উৎসাহিত করার জন্যই এই বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।
দেশটির গেটস হসপিটালিটির মালিকানাধীন তিনটি রেস্তোরাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়েছে ‘স্প্রেড লাভ, নট রোনা’ (ভালোবাসা ছড়িয়ে দাও, করোনা নয়)।
ঘোষণা অনুযায়ী, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ১০ শতাংশ এবং যারা দুটি ডোজ নিয়েছেন তাদের ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ছাড় পেতে হলে মেডিকেল সার্টিফিকেটের মতো টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ