২৭ জানুয়ারি, ২০২১ ০৮:৫৯

করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য, মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক

করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য, মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসে তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য এক হাজার ৬৩১ জনের মৃত্যু হয়েছে। যা গত ২৮ দিনের মধ্যে একদিনের হিসেবে সবচেয়ে বেশি।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা পরিস্থিতি নিয়ে বলেছেন, সত্যিকার অর্থে আমরা আমাদের সকল চেষ্টা করেছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমার সমবেদনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে এ পর্যন্ত ১ লাখ ১৬২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ যেটিতে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে।

বিশ্বের এ পর্যন্ত পাঁচটি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্য ছাড়াও এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং মেক্সিকো।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর