২৮ জানুয়ারি, ২০২১ ২১:৫১

ভারতে নতুন করে সাড়ে ১১ হাজার করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে সাড়ে ১১ হাজার করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা বুধবারের থেকে হাজার খানেক কম। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ১ হাজার ১৯৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৪৭ জন। এর মধ্যে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৩ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম।

গত ২৪ ঘণ্টায় ভারতে রোগমুক্ত হয়েছেন ১৪ হাজার ৩০১ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। আগের দিনের তুলনাতেও সুস্থতার সংখ্যাটা সামান্য বেশি। আপাতত মোট অ্যাকটিভ ১ লাখ ৭৩ হাজার ৭৪০ জন।

এখন পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ।

ভারতে ১৪৭টি জেলায় গত এক সপ্তাহে একজনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি। ১৮ জেলায় করোনা হয়নি গত ১৪ দিন। এছাড়া ৬ জেলায় গত ২১ দিন একজনও ভাইরাসের কারণে মারা যাননি। ২১ জেলায় গত চার সপ্তাহে একজনও করোনা আক্রান্ত হননি।

সূত্র : সংবাদ প্রতিদিন 

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর