সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৮ লাখ ২৪ হাজার পাঁচশ ৬১ জন এবং মারা গেছে ২৪ লাখ ৫১ হাজার চারশ ৫৮ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৫৭ লাখ ৬৬ হাজার একশ ৭৮ জন।
বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৬ লাখ পাঁচ হাজার একশ ৬১ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার পাঁচশ ১৯ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন