সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার আজ বৃহস্পতিবার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিয়েছেন। এসময় নাসরিন জাহান রত্না এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জেলা জাপার সভাপতি প্রফেসর মহসিন উল হাবলু, উপজেলা জাপার সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল আমিন হাওলাদার এসময় বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে ভুল বোঝাবুঝি কোনো অবকাশ নেই। মানবতার জন্য এই ভ্যাকসিন নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে যেমনি ভাবে এগিয়ে যাচ্ছে, এই ভ্যাকসিন প্রয়োগেও অনেক দেশের তুলনায় আমরা এগিয়ে আছি।
বিডি প্রতিদিন/আরাফাত