জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে নিয়োজিত শান্তিরক্ষীদের জন্য দুই লাখ ডোজ করোনার ভ্যাকসিন উপহার দিয়েছে ভারত। এই টিকাগুলো ভারতের পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা হয়েছে। এটি মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা। ইতোমধ্যে টিকা মুম্বাই থেকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পাঠানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতেরে দেওয়া ভ্যাকসিনগুলো প্রথমে কোপেনগেগেনে সংরক্ষণ করা হবে। এরপর সেগুলো বিভিন্ন দেশের শান্তি রক্ষা মিশনগুলোয় বিতরণ করা হবে।
এদিকে, শান্তিরক্ষীদের জন্য টিকা অনুদান দেওয়ায় ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের প্রধান জ্যঁ-পিয়েরে লাকোয়া। তিনি বলেন, সব শান্তিরক্ষীকে টিকা দেওয়া জাতিসংঘের অগ্রাধিকারে রয়েছে। টিকা শান্তিরক্ষীদের জীবন নিরাপদ করার পাশাপাশি ঝুঁকির মুখে থাকা মানুষের পাশে থাকতে তাঁদের সক্ষমতা বজায় রাখবে।
প্রসঙ্গত, বর্তমানে ১১৯টি দেশ জাতিসংঘের অধীনে শান্তি রক্ষা মিশনে সৈন্য পাঠাচ্ছে। সূত্র: দ্য হিন্দু
বিডি প্রতিদিন/আবু জাফর