করোনা নেগেটিভ ফলাফল আসার একদিন পর মারা গেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
রবিবার দিবাগত রাত পৌনে ১০টার দিমে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার বড় ছেলে আবু শাহরিয়ার শান্ত ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ খবর নিশ্চত করেছেন।
আবুল খায়ের পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও একটি কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন(নৌকা) প্রতীক পান। এর চারদিন পর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। ওই সময় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ ফলাফল আসার একদিন পরে মারা যান তিনি।
মাস্টার আবুল খায়ের খাউলিয়া ইউনিয়নের টানা দু'বার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও (স্থগিত) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন