আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান।
রবিবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গত বছরের ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে তার উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে নেতৃত্ব দিতে গিয়ে গত বছরের ১০ আগস্ট প্রথম বার করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথম বার করোনামুক্ত হয়ে আবারও করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নামেন। দু'দিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে এন্টিজেন পরীক্ষার জন্য পাঠায়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন