১৩ এপ্রিল, ২০২১ ০৩:১৬

এবার ভেনেজুয়েলাও করোনা টিকা বানাবে

অনলাইন ডেস্ক

এবার ভেনেজুয়েলাও করোনা টিকা বানাবে

নিকোলাস মাদুরো (ফাইল ছবি)

মহামারী করোনা প্রতিরোধে এবার ভেনেজুয়েলা কিউবার আবিষ্কৃত টিকা উৎপাদনে সামিল হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাসে ২০ লাখ করে টিকা উৎপাদন করতে আশাবাদ প্রকাশ করেছেন। 

জানা গেছে, কিউবা আবডালা নামের একটি টিকা আবিষ্কার করেছে। এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালও চালানো হবে দক্ষিণ আমেরিকার দেশটিতে। বিষয়টি নিয়ে নিকোলাস বলেছেন, টিকা উৎপাদনের জন্য দক্ষিণ আমেরিকার ল্যাবরেটরিগুলির সঙ্গে তারা চুক্তি করেছেন। 

উল্লেখ্য, করোনা প্রতিরোধে কিউবা চারটি টিকা বানিয়েছে। সেগুলো এখন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। একটি হচ্ছে আবডালা। কিউবার ১ লাখ ২৪ হাজার স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের উপরও টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। 

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর