চার দেশ থেকে আসা যাত্রীদের ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করছে ফ্রান্স সরকার। গতকাল শনিবার এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও দক্ষিণ আফ্রিকা।
জানা গেছে, ঘোষিত দেশগুলো থেকে ফ্রান্স এসে পৌঁছালে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে আর যদি তা না মানে তাহলে মোটা অংকের জরিমানা গুণতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসে মৃত্যু তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটির সরকারি তথ্য অনুসারে, কমপক্ষে ৫২ লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ১ লাখ ৫০০ জন মানুষ করোনায় মারা গেছেন।
বিডি-প্রতিদিন/শফিক