২০ এপ্রিল, ২০২১ ১৭:১৫

করোনায় খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

করোনায় খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষিকার মৃত্যু

খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মালেকা বেগম (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মালেকা বেগম খুলনা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও করোনেশন মাধ্যমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষিকা হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে মিজানুর রহমান মিজান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বাদ আসর খুলনা জিলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে মাদারীপুরের শিবচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর