ভারতে প্রথম পাওয়া করোনাভাইরাসের ধরনের আট রোগী শনাক্ত করেছে ইসরাইল। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে। খবর এনডিটিভির।
বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে গত সপ্তাহে করোনার ভারতীয় ধরনের সাত রোগী শনাক্ত করেছিল ইসরাইল। বর্তমানে তারা প্রাথমিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক হেজি লেভি বলেন, করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর। যদিও ফলপ্রসূতা কিছুটা কম। ইসরাইলে বর্তমানে এই ধরনের আট রোগী আছেন।
ইসরাইলে অর্ধেকের বেশি অধিবাসীকে করোনার টিকা দেওয়া হয়েছে। সংখ্যার হিসাবে যেটি ৫৩ লাখ মানুষ। তবে ইসরাইল নিজ নাগরিকদের পর্যাপ্ত টিকা দিলেও অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজা উপত্যকায় সরবরাহ ছিল সীমিত। ফিলিস্তিনিদের পর্যাপ্ত টিকা না দেওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে ইসরাইল।
বিডি প্রতিদিন/হিমেল