করোনার ভারতীয় ধরন অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ রোগের ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর ফিজির রাজধানী সুভায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবর বলছে, চলতি মাসে নাদি শহরে একটি কোয়ারেন্টাইন স্থাপনায় করোনার গুচ্ছ সংক্রমণের আগে ফিজিতে ব্যাপকার্থে কোনো কমিউনিটি সংক্রমণ ছিল না।
স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক স্থায়ী সচিব জেমস ফং বলেন, মঙ্গলবার একটি কোয়ারেন্টাইন স্থাপনায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছেন। ভারতে যে টালমাটাল অবস্থা, তাতে করোনার এই ধরনকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ফিজিতে কোনোভাবই এই দুঃস্বপ্ন ঘটতে দিতে পারি না বলেও তিনি মন্তব্য করেন।
৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ১০৯টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল