৮ মে, ২০২১ ০১:৪৪

কিশোরগঞ্জে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ৭টা পর্যন্ত) নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় তিনজন, কটিয়াদীতে একজন ও ভৈরবে একজন।

গত ২৪ ঘণ্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিনজন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন তিনজন। এছাড়া সন্দেহজনক করোনায় মারা গেছেন একজন। এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন চারজন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাতজন। এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ২৪৯ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন।

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৬ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১১২ জন, হোসেনপুরে ১৭ জন, করিমগঞ্জে ১০ জন, তাড়াইলে আটজন, পাকুন্দিয়ায় ২০ জন, কটিয়াদীতে ২৬ জন, কুলিয়ারচরে ১৮ জন, ভৈরবে ৩২ জন, নিকলীতে ছয়জন, বাজিতপুরে ২৯ জন, ইটনায় ১০ জন, মিঠামইনে একজন ও অষ্টগ্রামে ৭ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ২৭৮ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১৮ জন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর