৮ মে, ২০২১ ১৬:৩০

মেহেরপুরে করোনায় আক্রান্তদের ফ্রি টেলিমেডিসিন সেবা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে করোনায় আক্রান্তদের ফ্রি টেলিমেডিসিন সেবা

মেহেরপুরে করোনা রোগীদের তৎক্ষনিক সেবা প্রদানের জন্য গাংনী উপজেলার ডক্টর’স পয়েন্টস-এর উদ্যোগে ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। করোনা আক্রান্ত বা করোনা সংক্রান্ত কোন পরমর্শ বা চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে ০১৩১১৮৬১১১৪ নম্বরে ফোন করে ফ্রি টেলিমেডিসিন সার্ভিস গ্রহণ করা যাবে।

এই সেবা প্রদান করছেন মেহেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শোভন মল্লি। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ দিতে রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডা. এম সজীব উদ্দীন ও মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডা. এম সজীব উদ্দীন বলেন, করোনা মহামারিতে মেহেরপুর জেলার সর্বস্তরের মানুষের জন্য ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছি আমরা। এখন থেকে সন্দেহভাজন করোনা রোগী, করোনা পজিটিভ ও পোস্ট কোভিড (যাদের আগে  করোনা হয়েছিল) তাদের বিনা মূল্যে সেবা প্রদান করছি।'

তিনি আরও বলেন, 'টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই পরামর্শ, চিকিৎসা ও রেফারেন্স সার্ভিস নিতে পারবেন। ডক্টর'স পয়েন্ট কোভিড কেয়ার বেসরকারি ও সরকারি সেবার সমন্বয় করে মেহেরপুর জেলার অধিকাংশ করোনা রোগীর চিকিৎসা প্রদানের চেষ্টা করছে। শুধু আইসিইউ সাপোর্ট যাদের লাগবে, তাদেরকে হায়ার সেন্টারে রেফার করা হবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর