সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধীরে ধীরে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। নতুন করে তিন জনের করোনা শনাক্তের পর গেল ২৪ ঘণ্টায় আরও দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা দুই জনই পুরুষ। তারা হলেন- রাজাপুর উপজেলার ইলিয়াস আলী (৭০) ও রাজনগর গ্রামের বাসিন্দা আবদুস সবুর (৬৩)।
শুক্রবার (৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজেটিভ রিপোর্ট আসে ওই দুই জনের। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় সিলেটের শহীদ শামস উদ্দিন হাসপাতালের ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের। এর আগে, উপসর্গ নিয়ে গত ১ জুন নমুনা দেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪৪ জন। প্রাণ হারিয়েছেন ৭ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত