১৫ জুন, ২০২১ ১৯:৪৮

নাটোরে করোনা সংক্রমণের হার ৬০ শতাংশ

নাটোর প্রতিনিধি

নাটোরে করোনা সংক্রমণের হার ৬০ শতাংশ

নাটোর জেলায় গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৬০.৪০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩২৬ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৬১ জনের মধ্যে নাটোর সদরের সর্বাধিক ২১ জন, সিংড়া উপজেলায় ১২ জন, গুরুদাসপুর উপজেলায় ১২ জন, বাগাতিপাড়ায় ৭ জন, লালপুরে ৫ জন ও বড়াইগ্রামে ৪ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এদের মধ্যে নাটোর সদরের ২ জন, সিংড়া এবং বড়াইগ্রামে ১ জন করে। এ নিয়ে চলতি মাসেই এই জেলায় মারা গেছেন ১৪ জন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর