২১ জুন, ২০২১ ১৮:১৫

লকডাউনে খোলা থাকবে পোশাক কারখানা

অনলাইন ডেস্ক

লকডাউনে খোলা থাকবে পোশাক কারখানা

ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ২২ জুন (মঙ্গলবার) ভোর থেকে ৩০ জুন পর্যন্ত জরুরি সেবা ছাড়া সাত জেলার সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। 

তবে তৈরি পোশাক কারখানা খোলা থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল। তিনি বলেন, আজ ‘কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ’ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নোটিশ জারি করেছে। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তৈরি পোশাকখাত এর আওতাবহির্ভূত থাকবে।’

এর আগে সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জরুরি পরিষেবা ছাড়া মঙ্গলবার থেকে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। 

এই সাত জেলায় আগামীকাল থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

  

সর্বশেষ খবর