২১ জুন, ২০২১ ১৮:১৯

৬৮ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত

অনলাইন ডেস্ক

৬৮ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। যা গত ১৪ এপ্রিলের পর থেকে ৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। ওই দিনে শনাক্ত হয়েছিল ৫ হাজার ১৮৫ জন। দেশে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৭৮ জনের। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর