২৫ জুন, ২০২১ ১২:২২

ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ১’শ ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬১% ভাগ। মৃত্যুবরণ করেছেন দুইজন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ১’শ ৭৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে একজন ও হরিণাকুন্ডুতে একজনসহ মৃত্যুর সংখ্যা ৮০ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, 'হাসপাতালে প্রতদিনি নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এমন পরিস্তিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এতে চিকিৎসা দেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ অধিদপ্তরের সাথে আলোচনা করে ইতিমধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎক ও বেশ কয়েকজন মেডিকেল অফিসার চেয়ে আবেদন করা হয়েছে।'
 
তিনি আরও বলেন, 'সদর হাসপাতালে করোনার রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে ৭০টি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি রয়েছে।' 

 

বিডি প্রতিদিন/ অন্তরা কবির  

সর্বশেষ খবর