শিরোনাম
২৫ জুন, ২০২১ ১৬:৪৪

ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্বিগুন হারে

ফরিদপর প্রতিনিধি

ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে  দ্বিগুন হারে

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১৩১ জন। শনাক্তের হার ৫৬ দশমিক ৭০ শতাংশ। জেলায় গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুন হারে বেড়েছে। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে দুইজন করোনায় আক্রান্ত হয়ে এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১১ জন। 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, 'করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমনে ১২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ১০৫ জন করোনায় ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৯ জন।'
 
ফরিদপুর জেলার সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান জানান, 'ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের করোনা শনাক্ত হয়ে আক্রান্তের হার ৫৬ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, করোনার হার বেড়ে যাওয়ায় ফরিদপুর পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন চলছে। আগামী রবিবার মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। তবে লকডাউন আরও এক সপ্তাহ বাড়বে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে ফরিদপুর পৌর এলাকায় কঠোর লকডাউনের কারণে সবকিছু বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। 

 

বিডি প্রতিদিন/ অন্তরা কবির  

সর্বশেষ খবর