২৫ জুন, ২০২১ ১৮:৪২

দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে এক লাফে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ১০৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩,৯৭৬ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এই নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন। 

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন, মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল। এর পরের দিন ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর