ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১৪৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২২৬ জনে।
বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগী।
বিডি প্রতিদিন/আবু জাফর