নোয়াখালীতে নতুন করে আরও ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫২ জন।
এছাড়াও একই সময়ে নোয়াখালীতে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট ৪১ জন প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য জানিয়েছেন।
এদিকে চলমান লকডাউন কার্যকর করতে নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা ও ৮টি ইউনিয়নে নিয়মিত অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। রাস্তার প্রবেশ মুখে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বিডি প্রতিদিন/আবু জাফর