২৭ জুলাই, ২০২১ ১৬:৩১

রংপুর বিভাগে আরও ৮৩৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে আরও ৮৩৭ জনের করোনা শনাক্ত

রংপুর বিভাগ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৮৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৪ জন, দিনাজপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং পঞ্চগড়ে ২ জন লালমনিরহাটের ১ জন, কুড়িগ্রামে ১ জন গাইবান্ধায় ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন । এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৬ জনে।

এর মধ্যে দিনাজপুরে ২৬০ জন, রংপুরে ১৮৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৬৫, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫২, কুড়িগ্রামে ৪৭ ও গাইবান্ধায় ৪০ জন মৃত্যু বরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৮ জন। বিভাগে ৩ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রংপুরের ১৬১ জন, দিনাজপুরের ২০৯ জন, পঞ্চগড়ের ৯০ জন, ঠাকুরগাঁওয়ের ১১৩ জন, কুড়িগ্রামের ১০১ জন, নীলফামারীর ৮১ জন, গাইবান্ধার ৬২ জন ও লালমনিরহাটের ২০ জন রয়েছেন। এ পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ হাজার ৫৮১ জনের দেহে করোনা  শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। 

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর