৫ আগস্ট, ২০২১ ১০:১৪

খুলনার হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

খুলনা জেলায় করোনার মৃত্যুর সংখ্যা ওঠা-নামা করছে। গতকাল খুলনার হাসপাতালে করোনা চিকিৎসাধীন ৯ জনের মৃত্যু হলেও এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা) মৃত্যু কমে হয়েছে ৪ জন।

এর মধ্যে দুই জনের বাড়ি খুলনা মহানগরী এলাকায়। বাকি একজনের বাড়ি মাদারীপুরে ও অন্যজনের বাড়ি চুয়াডাঙ্গায়। এর আগে ৩ আগস্ট খুলনার হাসপাতালে আটজন, ২ আগস্ট ছয়জন, ১ আগস্ট পাঁচজন করোনায় মারা যান।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় খুলনার খালিশপুর এলাকার লাইলী বেগম (৭৫), চুয়াডাঙ্গা জীবননগরে জাহিদা (৪০) ও মাদারীপুর সদরের বাবুল হাওলাদার (৬৫) মারা গেছেন। আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনার সোনাডাঙ্গার মমতাজ বেগম (৫৫) করোনায় মারা গেছেন।

এদিকে বর্তমানে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। 

আজ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা জেলার ৩৫২ জনের মধ্যে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাট ৩, যশোর ৩ ও গোপালগঞ্জের ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর