৫ আগস্ট, ২০২১ ১৮:৪৪

কুমিল্লায় করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৮০২

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৮০২

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার চারজন এবং দাউদকান্দির, মুরাদনগর দুইজন করে। আদর্শ সদরের, বুড়িচংয়ের, ব্রাহ্মণপাড়ার,চৌদ্দগ্রামের, দেবিদ্বারের, বরুড়ার ও মনোহরগঞ্জের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে আটজন নারী এবং সাতজন পুরুষ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট রবিবার বিকেল থেকে ৫ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ১৯০ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। আদর্শ সদরের ২৭ জন, সদর দক্ষিণের ২২জন, বুড়িচংয়ের ৩২ জন, ব্রাহ্মণপাড়ার ৩৮ জন, চান্দিনার ৩৫ জন, চৌদ্দগ্রামের ৮৬ জন, দেবিদ্বারের ৩২ জন, দাউদকান্দির ৩৪ জন, লাকসামের ৫৩ জন, লালমাইয়ের ১১ জন, নাঙ্গলকোটের ৭০ জন, বরুড়ার ৬২ জন, মনোহরগঞ্জের ২১ জন, মুরাদনগরের ১২ জন, মেঘনার ১৭ জন, তিতাসের ৪০ জন এবং হোমনা উপজেলার ৩০ জন।

জেলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭২জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৭ হাজার ৫৬০ জন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

সর্বশেষ খবর