বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। মাঝে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও এই ভাইরাসের প্রকোপে আবারও টানা তৃতীয় দিনের মতো দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। এতে মোট প্রাণহানি ৪২ লাখ ৮০ হাজারের মতো।
সংক্রমণ শনাক্তের দিক থেকে আবারও শীর্ষে উঠেছে আমেরিকা। দেশটিতে গত তিনদিন দৈনিক লাখের ওপর মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। বৃহস্পতিবার মার্কিন মুলুকে প্রাণ হারান ৫৫৭ জন।
অবশ্য দৈনিক মৃত্যুর দিক থেকে বর্তমানে সবার ওপরে ইন্দোনেশিয়া। এদিন ১৭শ’ ৪০ জন মারা গেল দেশটিতে। পরের অবস্থানেই ব্রাজিল, ২৪ ঘণ্টায় লাতিন দেশটি দেখল ১১শ’র কাছাকাছি প্রাণহানি।
এদিন রাশিয়ায় ৭৯৪, মেক্সিকোয় ৬১১, ভারত ও ইরানে সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।
বিশ্বজুড়ে ৭ লাখের মতো নতুন সংক্রমণ শনাক্ত হল একদিনে।
বিডি প্রতিদিন/কালাম