ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মারা যান।
আজ শুক্রবার করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন ব্যক্তি করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫২৫ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৩ জন।
এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর