আবারও বাড়ল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সেখানে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৭৫৭ জন।
সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু গত দু’দিনের থেকে কমে ৫০০-এর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। গোটা মহামারী পর্বে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।
যদিও সংক্রমণ বৃদ্ধির জেরে দেশটিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৩ হাজারের বেশি। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ১৪ হাজার ১৫৯ জন।
বিডি প্রতিদিন/কালাম