ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৩ জন। এছাড়া নতুন করে ৪৭ জন আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা করোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন, শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও উপসর্গ নিয়ে সদরে একজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে ৫৯ জন ও আইসোলেশনসহ মোট ভর্তি রয়েছেন ৮১ জন।
এদিকে, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১৮৩টি নমুনার ফলাফলের মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৫ দশমিক ৬৮ ভাগ।
এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৯১ জনে। এপর্যন্ত করোনার সাথে লড়াই করে নতুন করে ৯জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৬৯ জন।
বিডি প্রতিদিন/এমআই