নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩২ শতাংশ।
এছাড়াও একই সময়ে জেলায় আর তিনজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে প্রাণঘাতী করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় জেলায় ১৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৭ জনে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৩১ জন, সোনাইমুড়ীতে ৩ জন, চাটখিল ২ জন, সেনবাগ ৩ জন, কোম্পানীগঞ্জ ৪৭ জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর